Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

পরিচিতি ঃ-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অধিনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অংগ প্রতিষ্ঠান। যাহা যমুনা অয়েল কোম্পানী লিঃ এর তত্ত্ববধানে,পদ্মা অয়েল কোম্পানী লিঃ ও মেঘনা পেট্রোলিয়াম লিঃ সমন্বয়ে গঠিত। 

 

পেট্রোলিয়াম পন্য বিপননের সুবিধার্থে ১৯৭৯ সনে বিপিসি কতৃর্ক ১৫.২১ একর জমির উপর ২৫টি ট্যাংকের মাধ্যমে ৪২০৫৮ মেঃ টন ধারন ক্ষমতার অয়েল ডিপো। এই ডিপোর মাধ্যমে তিন বিপনন কোম্পানীর পেট্রোলিয়াম পন্য সুনামের সহিত বাজারজাত করিয়া আসিতেছে। ইহা সরকারের একটি সেবা মূলক প্রতিষ্টান।

 

অবস্থানঃ- বড়াল নদীর উত্তর পার্শ্বে বাঘাবাড়ী বন্দরের পশ্চিমে  অবস্থিত।